০১। সিটিজেন চার্টারঃ
ভূমি রেজিষ্ট্রেশন নিমিত্তে দলিলের আদায় কৃত ফিসাদির বিবরণঃ
(ক) রেজিষ্ট্রশন ফিস = ২% (পণ মূল্যের)
(খ) স্ট্যাম্প ডিউটি = ৩% (পণ মূল্যের)
(গ) স্থানীয় সরকার কর = ৩% (পণ মূল্যের)
(ঘ) উৎস কর (প্রযোজ্য ক্ষেত্রে) = ২% (পণ মূল্যের পৌরসভার আওতাধীন সকল ভূমি রেজিষ্ট্রেশন ক্ষেত্রে)
(ঙ)উৎস কর (প্রযোজ্য ক্ষেত্রে) = ১% (পণ মূল্যের মফসালের অকৃষি ভূমির রেজিষ্ট্রেশন ক্ষেত্রে)
০২। বন্ধকী দলিলের ক্ষেত্রেঃ
(ক) স্ট্যাম্প = ২০০০/- (১০ লক্ষ টাকা মূল্য পযর্ন্ত)
(খ) স্ট্যাম্প = ৫০০০/- (১০ লক্ষ টাকার উর্দ্ধে ৫০ লক্ষ টাকা পযর্ন্ত)
(গ) স্ট্যাম্প প্রথম ৫০ লক্ষ টাকা পযর্ন্ত ৫০০০/- পরবর্তী অবশিষ্ট মূল্যের উপর ১০% হারে।
(ঘ) ফিস = ১ টাকা হতে ৫ লক্ষ টাকা মূল্য পযর্ন্ত ১% হারে সর্বোচ্চ ।
(ঙ) ৫ লক্ষ টাকার উর্দ্ধে ২০ লক্ষ টাকা পযর্ন্ত ০.২৫% হারে সর্বোচ্চ ২০০০/-
(চ) ফিস = ২০ লক্ষ টাকার উর্দ্ধে ০.১০% হারে সর্ব নিম্ন ৩০০০/-, সর্বোচ্চ ৫০০০/-
(সর্বো ক্ষেত্রে ই-ফিস+এন ফিস প্রযোজ্য)
০৩। বায়নাঃ
(ক) স্ট্যাম্প = ৩০০/-
(খ) ফিস = ৫ লক্ষ টাকা পযর্ন্ত ৫০০/-
(ঘ) ফিস = ৫০ লক্ষ টাকার উর্দ্ধে সর্বোচ্চ ২০০০/-
(সর্বো ক্ষেত্রে ই-ফিস+এন প্রযোজ্য)
০৪। আমমোক্তার নামাঃ
(ক) স্ট্যাম্প = ৪০০/-
(খ) ফিস = ৩০০/-
(ই-ফিস প্রযোজ্য)
০৫। হেবা ঘোষনাঃ
(ক) স্ট্যাম্প = ২০০/-
(খ) ফিস = ৩০০/-
(ই-ফিস প্রযোজ্য)
০৬। লীজঃ
(ক) স্ট্যাম্প = ২% টাকা
(খ) ফিস = কবলার ন্যায়
(ই-ফিস+এন ফিস প্রযোজ্য)
০৭। নিরুপণঃ
(ক) স্ট্যাম্প = ২% টাকা
(খ) ফিস = কবলার ন্যায়
(ই-ফিস+এন ফিস প্রযোজ্য)
০৮। যৌথ কারবার নামাঃ
(ক) স্ট্যাম্প = ২০০/-
(খ) ফিস = ৩০০/-
(ই-ফিস+এন ফিস প্রযোজ্য)
০৯। নাকোচ পত্রঃ
(ক) স্ট্যাম্প = ২০০/-
(খ) ফিস = ৩০০/-
(ই-ফিস+এন ফিস প্রযোজ্য)
১০। উইলঃ
(ক) স্ট্যাম্প = নাই (কার্ট্রিজ পেপার/ডেমি প্রযোজ্য)
(খ) ফিস = ৪০০/-
(ই-ফিস+এন ফিস প্রযোজ্য)
১১। বন্ধকী পুনঃ হস্থান্তর দলিলঃ
(ক) স্ট্যাম্প = ৩০০/-
(খ) ফিস = ই ফিস প্রযোজ্য
১২। নাদাবী (মুক্তিপত্র)ঃ
(ক) স্ট্যাম্প = ১৫০/- (যে কোন মূল্যের)
(খ) ফিস = ২% (পণ মূল্যের)
(ই-ফিস+এন ফিস প্রযোজ্য)
১৩। প্রতিলিপি (সার্টিফাই কপি)ঃ
(ক) স্ট্যাম্প = ৫০/-
(খ) ফিস = কোন নির্দিষ্ট অফিসের প্রতি দলিলের বর্ণিত সম্পত্তি বা ব্যাক্তি নামের প্রতি এন্ট্রির জন্যঃ-
১। ১ বছরের জন্য হইলে প্রথম ১ বছরে ১০/-
২। একাধিক বছরের জন্য হইলে প্রথম ১ বছর ১০/-
৩। কোন ব্যাক্তি বা সম্পত্তির সূচিপত্র সমূহ সহ তল্লাসের জন্য ৮০/- টাকার অধিক হইবে না।
৪। প্রতি এন্ট্রির জন্য পরিদর্শনের জন্য ৫/- টাকা
(গ) জি (এ) ফিস = বাংলা ১০০ শব্দ বা তার অংশ বিশেষের জন্য ৩ টাকা এবং ইংরেজী ১০০ শব্দ বা তার অংশ বিশেষের জন্য ৫ টাকা।
(ঘ) জি (বি) ফিস = মোট ১২০০ শব্দের জন্য ২৫ টাকা তার উর্দ্ধে ৩০০ শব্দ বা তার অংশ বিশেষের জন্য ৫ টাকা ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস